পারমার্থিক জ্ঞান পিপাসা (Thirst of spiritual knowledge)

 Read the spiritual scriptures and identify what is right and wrong. You find both English and Bengali spiritual books in this site. Human gain knowledge after birth and who is very much conscious this is easy to receive. This books are the vedic based knowledge and totally based on Gita and Bhagavatam. Some devotional voices of myself are also included in this site. Any kind of negligence and adversity writing which is directly hit the other religion must be avoided.



পারমার্থিক গ্রন্থগুলো পড়ুন এবং সঠিক-ভুল বিচার করুন।  মূলত এই সাইটটি পারমার্থিক বই ভিত্তিক।  এখানে যে গ্রন্থগুলো পাবেন তা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে এবং প্রতিনিয়ত বইয়ের সংখ্যা বৃদ্ধি পাবে।  জগন্নাথদেব অবশ্যই সার্বিক সহায়তা করবেন।  আপনাদেরও সার্বিক সহায়তায় কৃতার্থ  থাকব। যদিও এই সমস্ত গ্রন্থ বৈষ্ণব দর্শন নির্ভর এবং কৃষ্ণ এবং চৈতন্যদেবই হচ্ছেন মূল আলোচ্য বিষয় তবুও আশা করা যাচ্ছে কোন ধর্মকেই নিন্দা, সমালোচনা বা তাচ্ছিল্য করা হবে না এই সমস্ত গ্রন্থসমূহে।

এই পৃথিবী হচ্ছে বিচিত্র অভিজ্ঞতাক্ষেত্র। এখানে বিভিন্ন ধর্মের লোকেরা বাস করলেও কতজন লোকই বা নিজের ধর্ম একেবারে নিষ্ঠাভরে পালন করতে সক্ষম। ধর্মীয় আচরণের মাধ্যমে মানুষ সফলতার সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌছতে সক্ষম হতে পারে। বৈদিক সংস্কৃতির অতীব মনোরম ও চমৎকৃত গ্রন্থসম্ভার হয়ত অনেকের আগ্রহ থাকার পরও পড়তে পারেন না, যেখান থেকে মানুষ জানতে পারেন কর্তব্য এবং অকর্তব্যের বিশালতা। তা অর্জন করাও হয়ত অনেক কঠিন কিন্তু অসম্ভব নয়।

মূলতঃ পারমার্থিক গ্রন্থসমূহ অত্যন্ত সুবিশাল এবং প্রতিনিয়ত নতুন নতুন বই প্রকাশিত হয়েই চলেছে। যদিও বিভিন্ন ভাষায় প্রকাশিত হচ্ছে অনেক গ্রন্থ, তবে বাংলা এবং ইংরেজী ভাষায় রচিত গ্রন্থসমূহ সকলের পক্ষেই শুভদায়ক হবে এবং পৃথিবীর সকল পাঠকই মূলতঃ ইংরেজী ভাষার গ্রন্থসমূহ পড়তে সক্ষম হবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন