প্রশ্ন: গুরু মহারাজ, অনলাইনে প্রচারের সময় কোন কোন দিক বা ক্ষেত্রে আমরা কাজ করতে পারি? অচ্যুত গৌরহরি দাস

প্রশ্নোত্তর- শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের সাথে। 
প্রশ্ন: গুরু মহারাজ, অনলাইনে প্রচারের সময় কোন কোন দিক বা ক্ষেত্রে আমরা কাজ করতে পারি? অচ্যুত গৌরহরি দাস

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের উত্তর: কীভাবে এই যুগের জন্য ভগবানের নাম জপ এবং কীর্তন করার পন্থা নির্ধারিত হয়েছে। কীভাবে আমরা সকলে ভগবানের নিত্য সেবক। কীভাবে আমরা দেহ নই বরং চিন্ময় আত্মা। কীভাবে প্রাণীদের থেকে এই রোগ এসেছে এবং আমরা প্রতিদিন প্রচুর প্রাণীহত্যা করছি যেমন প্রতি ঘণ্টায় ৩৬,০০০ গোহত্যা হচ্ছে!! কীভাবে অসংখ্য মুরগি এবং আরও অনেক কিছু হত্যা করা হচ্ছে, আমার কাছে তার গণনা নেই। তো সকল মহামারীগুলি যেগুলির সম্মুখীন আমরা হয়েছি, যেমন সোয়াইন ফ্লু এসেছে আমেরিকার শূকরের খামার থেকে। মার্স এসেছে যুক্তরাজ্যে গো অত্যাচারের থেকে। ইবোলা এসেছে বাদুর এবং শিম্পাঞ্জি থেকে। এরকমভাবে সকল মহামারী এসেছে প্রাণীদের থেকে। তো লোকেদের কৃষ্ণ প্রসাদ পাওয়া উচিত। এবং তাদের মাংস খাওয়া উচিত নয়। তো এগুলি হলো বিভিন্ন ক্ষেত্র যা নিয়ে আমরা প্রচার করতে পারি৷ এটি নির্ভর করছে আপনি কার সাথে কথা বলছেন তার উপর। যদি আপনি অন্য ধর্মের কোনো ধর্মীয় নেতার সাথে কথা বলেন, তাকে অনুরোধ করুন আপনার সাথে দিব্যনাম জপে অংশ নিতে। হয় সংস্কৃতে অথবা তাদের ভাষায়। এবং যদি আপনি রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কথা বলেন, সকলকে ভগবানের নাম জপ করতে বলার জন্য তাদের উৎসাহিত করুন। যদি আপনি স্বতন্ত্র ব্যক্তির সাথে কথা বলেন, তবে তাদের মানসিকতা অনুযায়ী তাদের নিকট প্রচার করুন। হরে কৃষ্ণ! 

শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, 
শ্রীমদ্ভাগবত(৪.৩০.৩৭) প্রবচন,
শ্রীধাম মায়াপুর, ভারত।
৫ই এপ্রিল ২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন