ভগবানকে কেন বাম পাশে রেখে প্রণাম করতে হয়




কেবল ইসকনের জন্য বামপাশে প্রণামের নিয়ম নাকি সবার 



চানক্য পন্ডিত তার শাস্ত্রীয় শ্লোকাবলীতে বলেছেন:-
স্ববামে প্রণমেদ্বিষ্ণুং দক্ষিণে শক্তি শংকরৌ।
প্রণমেচ্চ গুরুরগ্রে চান্যথা নিষ্ফলং ভবেৎ ।।

অর্থাৎ, বিষ্ণুকে নিজের বামদিকে, শিবকে ও শক্তিকে ডানদিকে, গুরুকে নিজের অগ্রে রেখে প্রণাম করতে হয়, নতুবা নিষ্ফলা হয়।

এছাড়াও পদ্মপূরাণ, নৃসিংহ পুরাণে -বিলাস ;বলা আছে ভগবানকে বামে রেখে প্রণামের কথা।

কেউ যখন আধ্যাত্মিক শিক্ষা অর্জন করতে যায় তখন তাকে বলা হয়, ভগবানের সামনে ভগবানকে বাম পাশে রেখে যেন প্রণাম করা হয়। যেখানে ভগবান অবস্থান করেন, সেখানে দেবদেবীরাও ভগবানকে দর্শন এর নিমিত্তে বিরাজ করেন। ভগবান কখনো একা থাকেন না। ভগবানের সম্মুখেই সমস্ত দেবতারা বিরাজ করেন। সুতরাং আপনি যদি লম্বা হয়ে প্রণাম করেন তাহলে আপনার মাথা থাকবে ভগবানের মুখোমুখি কিন্তু পা থাকবে দেবতাদের দিকে। তাই ভগবানকে বামে রেখে প্রণাম করা হয়।

তাই কেবল শুধু ইসকন নয়, সমস্ত সনাতনীর উচিৎ ভগবানকে বামে রেখে, দেবদেবীদের ডানদিকে গুরুকে নিজের অগ্রে রেখে প্রণাম করা।

হরে কৃষ্ণ 🙏

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন