খুব কম খরচে একদিনের ট্যুর

 #মায়াপুর_ভ্রমণ




খুব কম খরচে একদিনের ট্যুর
#মায়াপুর এমন একটি জায়গা যেখানে আপনি প্রতিবছর একবার যেতে পারেন বোর ফিল হবে না। আমরা যারা বেড়াতে ভালোবাসি তাঁদের কাজ...কি আছে ওখানে দেখার?তা খুঁজি সবার আগে,,, তবে মায়াপুরে মানুষ কেন আসেন এটা আর নতুন করে বলে লাভ কি বলুন.---তাই প্রথমেই বলি এর সঙ্গে আপনি ______#নবদ্বীপ /#কৃষ্ণনগর.. রাজবাড়ী, ঘূর্ণি পুতুল পট্টি (মাটির পুতুল তৈরিতে জগৎবিখ্যাত )অধর এর সরপুরিয়া /#চুপি চর... (বিদেশী পাখির স্বর্গরাজ্য... এই সময়েই এদের দেখা পাওয়া যায় ) এটা মায়াপুর গঙ্গা নদী পার হয়ে ওপারে... নৌকা করে কয়েক ঘন্টা ঘুরে নিতে পারেন /#বেথুয়াডহরী অভয়ারণ্য /#বাহাদুরপুর ফরেস্ট /#শিবনিবাস... যেখানে এশিয়ার দ্বিতীয় বড়ো শিবলিঙ্গ রয়েছে ।
👉তবে মায়াপুর নিয়ে এই মুহূর্তের আপডেট হলো.. প্রচুর মানুষের ভীড়
✴️কোনো covid বিধি নেই(শুধু mask না পড়লে ঢুকতে দিচ্ছে না )
✳️থাকার জন্য গদা ভবন, চৈতন্য ভবন ও গৌরাঙ্গ কুটির সবই open
✴️খাওয়া-আমি দুদিন আগে গিয়েছিলাম ...30 ও 40 টাকার কুপন আছে 70টাকার কুপন নেই
✳️বাজার সবই খোলা
✴️পার্কিং রয়েছে
✳️ইসকন এর বাইরের বাজার এবং হোটেল সব খোলা
✴️যাতাযাত নরমাল
👉 যদি আপনারা আসেন তবে প্রথমেই খাওয়ার কুপন কেটে নিন এবং খেতে ও যাবেন একটু আগে, কারণ প্রচুর ভিড়ের কারণে লম্বা লাইন দিতে হচ্ছে ।
👉কুপন কেটে ঘুরে নিন চারপাশ
👉এবার খেয়ে নিন
👉গোশালা অবশ্যই যাবেন... তবে গরুর গাড়ি চড়ে (ভাড়া 10 টাকা )
👉সবার শেষে marketing করুন
যাবেন যেভাবে :- শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলা করে কৃষ্ণনগর স্টেশনে নেমে, বাইরেই অটো দাঁড়িয়ে থাকে, অটোতে মায়াপুর ঘাট (ভাড়া 20 টাকা ) । ঘাট পারাপার 2 টাকা.... এরপর এপারে হেটে বা টোটো করে ইস্কন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন