মায়াপুর (পূর্বে মিঞাপুর নামে পরিচিত ছিল)

 মায়াপুর (পূর্বে মিঞাপুর নামে পরিচিত ছিল) পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম ও পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্র৷ মায়াপুর ভাগীরথী নদীর পূর্বপাশে অবস্থিত। মায়াপুরের কাছেই জলঙ্গী নদী ভাগীরথী নদীতে মিশেছে।




পরিচ্ছেদসমূহ

নামব্যুৎপত্তি

ইসকন মন্দির

তথ্যসূত্র

বহিঃসংযোগ

নামব্যুৎপত্তি

মায়াপুর শব্দটি মিঞাপুর (Miyapur) শব্দ থেকে উদ্ভূত হয়েছে। মুসলিম অধ্যুষিত এই স্থানটি বিশেষত মুসলিম জেলেদের বসতির জন্য পরিচিত ছিল।[১][২] মিঞাপুর নামটির উল্লেখ বিভিন্ন সরকারি মানচিত্র এবং জরিপের প্রতিবেদনে পাওয়া যায়।[১] নদিয়া কালেক্টরির জরিপি নকশায়(১৮৪০ খ্রি.)[৩], ১৮৫৪ খ্রিস্টাব্দের রেভিনিউ সার্ভে মানচিত্রে, ১৮৮৬ খ্রিস্টাব্দের Village Directory of Nadia ( পোষ্টমাষ্টার জেনারেল কর্তৃক মুদ্রিত )-এ, ১৯২০ ও ১৯২৯ খ্রিস্টাব্দের সার্ভিয়ার জেনারেল রাইডারের মানচিত্রে স্থানটিকে মিঞাপুর হিসেবে উল্লেখ করা হয়েছে।[৪] পরবর্তীকালে বিংশ শতাব্দীতে ভক্তিবিনোদ ঠাকুর এই স্থানটিকে মায়াপুর নামে প্রচার করেন।[৫]


ইসকন মন্দির

এখানে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) প্রতিষ্ঠিত চন্দ্রোদয় মন্দির আছে। এই মন্দিরের অনেক সেবক শ্বেতাঙ্গ, যারা ইউরোপ ও আমেরিকার নানা দেশ থেকে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন[৬]


মায়াপুর কলকাতার সাথে সড়কপথে যুক্ত। নিকটবর্তী রেলস্টেশন গঙ্গার অপর পাড়ে নবদ্বীপ ধাম। এছাড়া কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে কৃষ্ণনগর এসে সেখান থেকে বাসে মায়াপুর পৌঁছনো যায়। মায়াপুরের প্রধান উৎসবগুলি হল চন্দনযাত্রা, স্নানযাত্রা,রথযাত্রা , ঝুলনযাত্রা ,জন্মাষ্টমী , রাধাষ্টমী, রাসযাত্রা, শ্রীল প্রভুপাদের ব‍্যাসপূজা, দোলযাত্রা প্রভৃতি।



চন্দ্রোদয় মন্দিরে শ্রীল প্রভুপাদের পুষ্পসমাধির সম্মুখভাগ


চন্দ্রোদয় মন্দিরে শ্রীল প্রভুপাদের পুষ্পসমাধি

তথ্যসূত্র

 Bhatia, Varuni (২০১৭)। Unforgetting Chaitanya: Vaishnavism and Cultures of Devotion in Colonial Bengal (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা ১৯০। আইএসবিএন 978-0-19-068624-6।

 মণ্ডল, মৃত্যুঞ্জয়। "চৈতন্যদেব"। Internet Archive (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬।

 বসু, শ্রীসত্যেন্দ্রনাথ। "শ্রীগৌরাঙ্গদেবের জন্মস্থান" (PDF)। উইকিসংকলন। পৃষ্ঠা ২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬।

 বসু, শ্রীসত্যেন্দ্রনাথ। "শ্রীগৌরাঙ্গদেবের জন্মস্থান" (PDF)। উইকিসংকলন। পৃষ্ঠা ৩০। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬।

 রাঢ়ি, কান্তিচন্দ্র। "নবদ্বীপতত্ত্ব - ২য় সংস্করণ"। Internet Archive (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৬। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬।

 "ইসকন"। সংগ্রহের তারিখ ২২.০১.১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন