মাবুষের উত্তম বুদ্ধি থাকলেও কাজে অন্য প্রণীর চেয়ে নিকৃষ্ট।

মাবুষের উত্তম বুদ্ধি থাকলেও কাজে অন্য প্রণীর চেয়ে নিকৃষ্ট।
------------------------------
স্রষ্টার সৃষ্টি এই জীব জগতে মানুষই একমাত্র প্রাণী যারা অতি জ্ঞানী হয়েও অন্য প্রাণীর চেয়ে নিকৃষ্ট কাজ করে।


১) মানুষ জানে, নেশা করলে মস্তিষ্ক বিকৃতি হয় তারপরও মানুষ নেশা করে।
২) মানুষ জানে, ঘুষ খাওয়া অপরাধ তারপরও মানুষ ঘুষ খায়।
৩) মানুষ জানে, অবৈধ যৌন সঙ্গ করলে এইডস রোগ হয় তারপরও মানুষ তা করে। 
৪) মানুষ জানে মিথ্যা বললে পাপ হয় তারপরও মানুষ মিথ্যা বলে।
৫) মানুষ জানে, জন্মনিলে মৃত্যু নিশ্চিত তারপও মানুষ বাচাঁর চেষ্টা করে।
৬) মানুষ এই জগতের সৃষ্টির বৈচিত্র দেখে স্রস্টার অস্তিত্ব বুঝেও মানুষ ভগবানকে ভুলে যায়।
৭) মানুষ জানে, মানুষের শরীর তৃণভূজী বা নিরামিষাশী প্রণীর মত তারপর মানুষ আমিষ আহার করে।
৮) সনাতন ধর্মের মানুষ জানে, শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগপাবনাবতারী তারপরও মানুষ  তা মানে না।
৯) সনাতন ধর্মের মানুষ জানে, মায়াপুর শ্রীচৈতন্যমঠই আকর মঠরাজ অথচ মানুষ মানতে চায় না।
১০) সনাতন ধর্মের মানুষ জানে, প্রভুপাদ শ্রীশ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রচারেই বিশ্বব্যপি হরিনামের প্রচার অথচ মানুষ মানতে চায় না।
১১) মানুষ জানে, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই তারপরও হরিনাম করে না।
১২) মানুষ জানে, সংসার দুঃখের আগার তারপর সংসারে সুখ খোজে।
১৩) মানুষ জানে অর্থ অনর্থের মূল তারপও মানুষ অর্থের পিছনে ছুটে।।
-----------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন